দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উত্তেজনা উপভোগ করতে ব্যাস্ত ক্রীড়া প্রেমীরা। তবে এর মাঝেই অনায়া বাঙ্গার সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে। প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান বাঙ্গার তার লিঙ্গ পরিবর্তন করেছেন।তিনি এখন আরিয়ানের পরিবর্তে অনন্যা বাঙ্গার নামে পরিচিত। সঙ্গতি তিনি হরমোন থেরাপি ও জেন্ডার-আফার্মিং সার্জারি করিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান অনায়া বাঙ্গার (Anaya Bangar) নিজের জীবন সম্পর্কে একাধিক কথা বলেছেন। তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে, আরিয়ান থেকে তাঁর জন্য অনায়া হওয়া সহজ ছিল না। নিজের সত্ত্বাকে খুঁজতে গিয়ে পছন্দের ক্রিকেটও ছাড়তে হয়েছে তাঁকে। সঞ্জয় বাঙ্গার নিজেও এক সময় তাঁর ছেলেকে বলেছিলেন, ‘তোমার এখানে কোনও জায়গা নেই।’
১০ মাসেই আরিয়ান থেকে হয়েছে অনয়া। গত বছর লিঙ্গ পরিবর্তনের কথা নিজেই জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান। কিন্তু এই ১০ মাসে তাঁকে কম লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেছেন, প্রাক্তন ক্রিকেটারের সন্তানকে নানান কুরুচিকর মন্তব্য এবং লালসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকী, তাঁকে নিয়ে একাধিক ক্রিকেটার নগ্ন ছবিও পাঠাতেন। এমনই চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন অনয়া। তাঁর এই বিস্ফোরক অভিযোগ হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেট জগৎ -এ।
সম্প্রতি একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া জানান, 'আমাকে অনেক সময় লালসার স্বীকার হতে হয়েছে। ৮-৯ বছর থেকেই আমার মেয়ে হওয়ার ইচ্ছে ছিল। সেই সময় আমি মায়ের পোশাক পরতাম। আয়নার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতাম। ক্রিকেট জগৎ নিরাপত্তাহীনতা এবং বিষাক্ত পুরুষত্বে ভরা। কারণ আমাকে গোপনীয়তা বজায় রেখে চলতে হত। আমি বর্তমানে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গেও খেলেছি। কিন্তু ট্রান্সজেন্ডারদের জন্য ক্রিকেট নয়, সেই কারণেই আমার এই সিদ্ধান্ত। আমার মেয়ে হয়ে ওঠার পিছনে অনেকের সমর্থন পেয়েছি। ঠিক তেমনই অনেক কটুক্তির শিকার হতে হয়েছে। অনেক ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। একজন সিনিয়র ক্রিকেটার সহবাসের প্রস্তাবও দিয়েছে। আসলে এটা পুরুষতাত্বিক সমাজের দোষ। কিছু করার নেই। সবকিছু জেনেও চুপ করে বসে থাকতে হবে আমাদের।'
সম্প্রতি Lallantop ইউটিউব চ্যানেলে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার অনায়ার ক্রিকেট ছাড়ার সম্পর্কে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন যে , “তুমি বলেছো তোমার বাবা তোমাকে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। এবং তোমাকে উনি জানিয়েছিলেন, ক্রিকেটে তোমার কোনও জায়গা নেই।”
অনায়া তার উত্তরে বলেছেন, “আমি আমার বাবার সম্পর্কে এই অনুষ্ঠানে কিছু বলতে চাই না।” সেই সময় সঞ্চালক বলেন, “তোমার ভিডিয়োটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তোমার সেই ভিডিয়োর বক্তব্য থেকেই আমি এটা উল্লেখ করেছি।”
অনায়া তখন বলেন, “হ্যাঁ, আমি জানি। তিনি সত্যিটাই বলেছিলেন। যে ক্রিকেটে আমার জন্য কোনও জায়গা নেই। নিজের কথা ভাবছিলাম। আমার মনে হয়েছিল যে পুরো বিশ্ব আমার বিরুদ্ধে। এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম (নারী হওয়ার জন্য হরমোন থেরাপি নেওয়া) তাঁর ফলে এখন এই ক্রিকেট জগতে আমার আর কোনও জায়গা নেই।”
প্রসঙ্গত উল্লেখ্য, অনয়া চেয়েছিলেন একজন ক্রিকেটার হতে। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে আইসিসি জানায়, ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের মহিলা ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। এরপরই তিনি লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ও হয় তাঁর। বর্তমানে তিনি ইংল্যান্ডেই থাকেন। সেখানেও তাঁকে অশ্লীল কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে। তবে কোন সিনিয়র ক্রিকেটার তাঁর সঙ্গে সহবাসের প্রস্তাব দিয়েছন, তা প্রকাশ্যে আনেননি অনয়া।