Game

1 hour ago

Abhinav Singh Bindra birthday on saturday : শনিবার অভিনব সিং বিন্দ্রার জন্মদিন

Abhinav Singh Bindra (symbolic picture)
Abhinav Singh Bindra (symbolic picture)

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : অভিনব সিং বিন্দ্রা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন ভারতীয় শ্যুটার। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। বিন্দ্রা ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন। তিনি একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস উভয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন। ২০০৮ বেইজিং গেমসের আগে ২০০৬ আইএসএসএফ বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন। এছাড়া বিন্দ্রা ২০১৪ কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন।

তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকার তাঁকে ২০০০ সালে অর্জুন পুরস্কার, ২০০১ সালে রাজীব গান্ধী খেলরত্ন (ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার), ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল। এছাড়া ২০১১ সালে ভারতের আঞ্চলিক সেনাবাহিনী তাকে অনারারি লেফটেন্যান্ট কর্নেল সম্মানে ভূষিত করেছিল।

You might also like!