Game

10 months ago

Women's Asia Cup:মহিলা এশিয়া কাপে ভারতীয় দল ঘোষণা বিসিসিআই-এর

BCCI LOGO
BCCI LOGO

 

মুম্বই, ২ জুন  : চলতি মাস থেকে হংকং-এ বসতে চলেছে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৩ জুন। প্রতিপক্ষ দেশ হংকং।

এই টুর্নামেন্টের জন্য শুক্রবার ভারতীয় এ দল অংশ নেবে বলে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবং টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দলও ঘোষণা করা হয়। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সোয়েতা সারওয়াত। এশিয়া কাপ টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড়দেরই সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরে মহিলাদের এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। ভারত এ গ্রুপে রয়েছে। ভারত ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলি হল আয়োজক দেশ হংকং, থাইল্যান্ড এবং পাকিস্তান। অন্য দিকে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং আরব আমীরশাহি। আগামী ২৩ জুন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।=

ঘোষিত ভারতীয় দল: সোয়েতা সারওয়াত (অধিনায়ক), সৌমা তিওয়ারি (সহ অধিনায়ক), ত্রিসা গঙ্গাদি, মুসকান মালিক, শ্রীয়াঙ্কা পাটিল, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটরক্ষক), মমতা মাধিওয়ালা (উইকেটরক্ষক), তিতাস সাঁধু, এস অসশ্রী, কাসভি গৌতম, প্রাসভি চোপরা, মানত কাশ্যপ এবং বি অনুসা।


You might also like!