Game

22 hours ago

Barcelona vs Real Madrid, Copa del Rey 2024-25: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

Barcelona vs Real Madrid Highlights, Copa del Rey Final 2024-25 Football
Barcelona vs Real Madrid Highlights, Copa del Rey Final 2024-25 Football

 

সেভিয়া, ২৭ এপ্রিল  : সেভিয়ায় শনিবার রাতের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ২৪টির বেশি আর কারওর নেই। ২৮ মিনিটে পেদ্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ‍্যে দু'দুটি গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

৭০ মিনিটে চমৎকার ফ্রি কিকে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। স্ট্যান্সনিকে ফাঁকি দিয়ে পোস্টে লেগে বল জালে জড়ায়। সরাসরি ফ্রি কিকে ফরাসি তারকার এটাই প্রথম গোল। এরপর একের পর এক আক্রমণ করে বার্সেলোনাকে চেপে ধরে রিয়াল। তার ফল তারা পায় ৭৭ মিনিটে। কর্নার থেকে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন চুয়ামেনি। এই সময় মনে হচ্ছিল রিয়ালই বোধহয় ফাইনাল ম্যাচ জিততে চলেছে। কিন্তু অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪ মিনিটে ম‍্যাচে সমতা ফেরান ফেররান তরেস। আর বার্সেলোনার জয়ের গোলটি আসে অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে, কুন্দের নৈপুণ‍্যে। ডি বক্সের একটু বাইরে থেকে গতিময় শটে জাল খুঁজে নেন কুন্দে। এরপর বাকি সময়টায় দারুণ চেষ্টা এমবাপেরা করলেও গোলের দেখা পায়নি।

বার্সেলোনার এবার লক্ষ‍্য চ‍্যাম্পিয়নস লিগ ও লা লিগা। আর এর আগে চ‍্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল। কোপা দেল রেতেও শিরোপা জিততে না পারায় তাদের সামনে এখন কেবল লা লিগা। সেখানেও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে তারা।


You might also like!