দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তের। তাঁর ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়িয়েছে টাইগার্সরা। কিন্তু কিউয়ি বোলার গ্লেন ফিলিপসর বলে থুতু লাগানোর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। শাস্তি পেতে পারেন কিউই ক্রিকেটার।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৪তম ওভারে বল করছিলেন ফিলিপস। তখন মাঠে থাকা আম্পায়াররা তা লক্ষ্য করেননি। আইসিসির এক আধিকারিক জানান, মাঠের মধ্যের ঘটনা নিয়েও সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারিরা। অপরাধ করলে শাস্তি পেতে হবে। ম্যাচের পর টিমের পক্ষ থেকে জানানো হয়, চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ করেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের থেকে ৭ রানে পিছিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের ওপেনাররা ব্যর্থ হলেও হাল ধরেন শান্ত। মোমিনুল হক ও মুশফিকর রহিমের সঙ্গে জুটি বেঁধে বড় পার্টনারশিপ করেন তিনি।