নিউইয়র্ক, ১৫ সেপ্টেম্বর : দীর্ঘ তিন মাস পর ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেই জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। রবিবার সকালে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতল ৩-১ গোলে।লিগে এবারের মরসুমে ১৪ গোল করলেন মেসি। মায়ামির হয়ে অন্য গোলটি করেন লুইস। আর ফিলাডেলফিয়ার হয়ে গোলটি করেন মিকায়েল উহরে। অবশ্য চেজ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে ইন্টার মায়ামিই। খেলার ২ মিনিটে গোল করেন মিকায়েল উহরে। ২৬ মিনিটে গোল শোধ করে মায়ামি। সুয়ারেজের পাস থেকে মেসি বক্সের বাইরে থেকে বোকা বানান ফিলাডেলফিয়ার গোলকিপারকে। লিড নিতে খুব বেশি দেরি হয়নি মায়ামির। ৩০ মিনিটে মেসি জর্দি আলবার পাস থেকে জাদুকরি বাঁ পায়ে বাঁক খাওয়ান শটে গোলকিপারকে পরাজিত করেন। মেজর সকার লিগের এ মরসুমে ১৩ ম্যাচে মেসির এটা ১৪তম গোল। প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে শেষ গোলটি করে। লুইস সুয়ারেজ গোলটি করেন, অ্যাসিস্ট করেন মেসি। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১০।