Game

2 months ago

Wimbledon 2025: ঘুরে দাঁড়িয়ে জিতে উইম্বলডনের সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কা

Wimbledon women’s singles results
Wimbledon women’s singles results

 

লন্ডন, ৯ জুলাই  : এবারের উইম্বলডনে মেয়েদের এককে শীর্ষ ছয় বাছাইয়ের মধ্যে একমাত্র টিকে আছেন সাবালেঙ্কাই। তবে মঙ্গলবার সিগেমুন্ডের বিপক্ষে একসময় মনে হচ্ছিল তাঁকেও হয়তো এবার উইম্বলডন থেকে বিদায় নিতে হবে।

কারণ একেবারে পতনের কিনারায় পৌঁছে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে দুই ঘণ্টা ৫৪ মিনিটের নাটকীয় লড়াই শেষে জয়টাই তুলে নিলেন বিশ্বের এক নম্বর এই মহিলা টেনিস খেলোয়াড়। জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন এই বেলারুশ তারকা।

এবার নিয়ে সাবালেঙ্কা অল ইংল্যান্ড ক্লাবে শেষ চারে উঠলেন তৃতীয়বার। এর আগে ২০২১ ও ২০২৩ সালে সেমিফাইনালে উঠে দুবারই তাঁকে বিদায় নিতে হয়েছিল। শেষ চারে জিতলে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠবেন সাবালেঙ্কা। ২০২৪ সালে ইউএস ওপেন জেতার পর এবারের অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনেও পৌঁছেছিলেন ফাইনালে। যদিও শেষ দুই আসরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।

এবার সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ হবেন আমেরিকান ১৩ নম্বর বাছাই আমান্দা আনিসিমোভা। গতকাল রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভাকে হারিয়েছেন আনিসিমোভা।

You might also like!