Game

7 months ago

Copa America Argentina supporter: কোপা আমেরিকাতে উগ্র সমর্থকদের মাঠে প্রবেশ ঠেকাতে আর্জেন্টিনা কঠোর হচ্ছে

Argentina are cracking down on fans at the Copa America
Argentina are cracking down on fans at the Copa America

 

আমেরিকা, ১০ মে: কোপার আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে উগ্র সমর্থকদের তালিকা পাঠাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আসন্ন কোপা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। সেই ধারাবাহিকতায় তারা উগ্র সমর্থকদের এই তালিকা তৈরি করেছে তারা। পুরো বিষয়টি এক্সে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বালরিচ।
এই ভক্ত অনুরাগীদের নিয়েই এবার কোপাতে বিপাকে পড়তে হচ্ছে আর্জেনটিনাকে। আসন্ন কোপা আমেরিকার খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই কোপা আমেরিকাকে কেন্দ্র করে কিছু সমর্থককে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। আর কোপার জন্য কিছু উগ্র সমর্থকের একটি তালিকা তৈরি করে যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে আর্জেন্টিনা।
উল্লেখ্য, এবার বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে যুক্তরাষ্ট্রে।সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস এন্ড হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

You might also like!