কলকাতা, ১ অক্টোবর : এবারের বিশ্বকাপ হয় তো অনেক কিংবদন্তি ক্রিকেটারের শেষ বিশ্বকাপ। আবার এই বিশ্বকাপ দিয়েই যাত্রা শুরু করবে আগামীদিনের কিছু ক্রিকেটার।
এবারের মঞ্চে উঠছেন বিশ্বের ৪ কনিষ্ঠ তারকা ক্রিকেটার, যাদের মধ্যে রয়েছে ক্রিকেটীয় প্রতিভা প্রদর্শনের অপার সম্ভাবনা। সেই সব উদীয়মান ক্রিকেটার হলেন-
রিয়াদ হাসান:
আফগানিস্তানের তানজিম সাকিবের পরের অবস্থানে রয়েছেন এই টপঅর্ডার ব্যাটার রিয়াদ হাসান। তিনি তানজিম হাসানের সমবয়সী। আন্তর্জাতিক ক্রিকেটে আসতে তার সময় লেগেছে মাত্র ২০ বছর। গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তার রানের সংগ্রহ ১২০।
বিক্রমজিৎ সিং:
ভারতীয় বংশোদ্ভুত নেদারল্যান্ডসের অলরাউন্ডার বিক্রমজিত সিং। ২০ বছর ২৪১ দিন বয়সেই বিশ্বকাপের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৪ হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৮০৮ রানের মালিক তিনি।
আরিয়ান দত্ত:
নেদারল্যান্ডসেরই ডানহাতি অফস্পিনার আরিয়ান দত্ত। ২০২১ সালের স্কটল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি ২০ উইকেট শিকার করেছেন।
নুর আহমেদ:
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যিনি এবারের বিশ্বকাপের আসর মাতাবেন, তার নাম নুর আহমেদ। মাত্র ১৮ বছর ২৫৩ দিন বয়সেই তিনি আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি ভারতীয় প্রিমিয়ার লিগে গুজরাট টাইটানের হয়ে খেলে এবার সবার নজরে পড়েছেন এই বাঁহাতি স্পিনার।