Game

22 hours ago

European football:ইন্টারকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলান

AC Milan beats Inter to reach Italian Cup final
AC Milan beats Inter to reach Italian Cup final

 

সান সিরো, ২৪ এপ্রিল : ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান। সান সিরোয় বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের মঞ্চে জায়গা করে নিল এসি মিলান। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

ম্যাচের ৩৬ মিনিটে এসি মিলান এগিয়ে যায়। হেডে গোলটি করেন ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইয়োভিচ আবার গোল করে ২-০ করেন। আর ৮৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে ইন্টারের কফিনে শেষ পেরেকটি পুতে দেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।

এই হারে দ্বিতীয়বার ইন্টার মিলানের ট্রেবল জয়ের স্বপ্ন দেখাটা ভেঙে গেল। আগামী রবিবার সেরি আয় ফাইনালে তারা লড়বে রোমার বিপক্ষে। এর তিন দিন পর, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনার বিপক্ষে।


You might also like!