Game

1 day ago

FIFA Women’s World Cup: ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে, ২০৩৫ এর মহিলা বিশ্বকাপ যুক্তরাজ্যে, ঘোষণা ফিফার

FIFA Women’s World Cup
FIFA Women’s World Cup

 

বেলগ্রেড, ৪ এপ্রিল : আগামী বছর ছেলেদের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, তারা আরও একটি বিশ্বকাপ আয়োজন করবে ৫ বছর পর ২০৩১ সালে। ফিফা মহিলা বিশ্বকাপের স্বাগতিক দেশ হবে তারা। আর মহিলা বিশ্বকাপের পরের আসর হবে ২০৩৫ সালে যুক্তরাজ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার এই দুই বিশ্বকাপের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে। আগামী বছর ফিফা কংগ্রেসে এটি অনুমোদনের ব্যাপার আছে দুই স্বাগতিকের। তবে সেটা এখন কেবলই আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো জানিয়েছেন, "২০৩১ আসরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ প্রস্তাব দেয়নি আর ২০৩৫ মহিলা বিশ্বকাপের জন্যও একমাত্র বৈধ বিড যুক্তরাজ্যেরই।" সেই সঙ্গে তিনি জানিয়েছেন, "ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্য গঠিত। তাই খেলা হবে এই ৪ দেশেই। আর ২০৩১ মহিলা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কনক্যাকাফ অঞ্চলের কোনও দেশ যুক্তও হতে পারে।"


You might also like!