দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ
চৈত্র নবরাত্রি হিন্দুদের একটি প্রধান উৎসব। নবরাত্রি শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ নয়টি রাত। কিছু রাজ্যে, নবরাত্রি গুড়ি পাদওয়া নামেও পরিচিত। চৈত্র নবরাত্রির দিন থেকে হিন্দু নববর্ষও শুরু হয়। চৈত্র নবরাত্রির সময়, লোকেরা মা দুর্গার নয়টি রূপ যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, মা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে একটানা ৯ দিন ধরে আচারের সঙ্গে পুজো করে। নবরাত্রির প্রথম তিথিতে ঘট প্রতিষ্ঠা করা হয়। এরপর ৯ দিন ঘট পুজো করা হয়।এবারের চৈত্র নবরাত্রি শুরু হবে ৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে। নবরাত্রির প্রথম দিনে ঘটস্থাপনা করা হয়। এই দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয়। এই দিন, ঘট স্থাপনের শুভ সময় সকাল ০৬ টা ০১ মিনিট থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত হবে।