Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Festival and celebrations

2 months ago

Dhanteras 2025: ধনতেরাস -র শুভ লগ্ন কখন, কোন সময়ে কিনবেন সোনা-রূপো? জেনে নিন শুভ মুহূর্ত!

Dhanteras 2025
Dhanteras 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধনতেরস কুবেরের আরাধনার বিশেষ দিন হিসেবে পরিচিত। এই দিনে অনেকেই সংসারে সমৃদ্ধি ও সৌভাগ্য আনার আশায় সাধ্যমতো গয়না, বাসনপত্র বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেনেন। আপনি কি ইতিমধ্যেই কেনাকাটার পরিকল্পনা শুরু করেছেন? তবে মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুধু ইচ্ছেমতো কেনাকাটা করলেই চলবে না — সৌভাগ্য লাভে ধনতেরসের নির্দিষ্ট শুভ মুহূর্ত অনুযায়ী কেনাকাটি করাই শ্রেয়।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর সন্ধ্যায় ধনপতি কুবেরের আরাধনা করা হয়। হিন্দুদের মধ্যে রাবণ কোথাও বিশেষ পাত্তা পান না। তবে দশাননের এই দাদাটি কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে বেশ জনপ্রিয়। বিশেষত বণিক মহলে দেবতা হিসাবে তাঁর প্রচুর খাতির। এই দিনটির অন্য একটি পরিচিতিও রয়েছে। ধনত্রয়োদশীর পাশাপাশি দিনটি ধন্বন্তরি ত্রয়োদশী নামেও পরিচিত। এই দিনটিকে চিকিৎসকদের ঈশ্বর বা ঈশ্বরদের চিকিৎসক ধন্বন্তরির জন্মদিন হিসাবেও মনে করা হয়। সমুদ্র মন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন বলে মনে করা হয়। তাই এটি ধন্বন্তরির জন্মদিন।

অমৃতের সেই সর্বরোগনাশক স্পর্শে দেবতারা যেমন সমস্ত রোগবালাই এবং মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়েছিলেন, তেমনই ধনতেরস দিনটি ধন্বন্তরির জন্মতিথি হিসেবেও বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আজকের দিনে ধনতেরস মূলত পরিচিত কুবের আরাধনার শুভ দিন হিসেবে। কারণ, লক্ষ্মী বা কুবের—যাঁদের আরাধনায় ঘরে ধন-সম্পদের সমৃদ্ধি আসে—তাঁদের পুজোতে আপত্তি কারও হয় না। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দিন শুভ মুহূর্তে কেনাকাটা করাই উচিত। নইলে ফল হবে উল্টো—অর্থ খরচ তো হবে, কিন্তু সৌভাগ্য বা সমৃদ্ধি আসবে না।

You might also like!