কলকাতা, ২০ অক্টোবর : উমার আগমন হয়েছে মর্তে। মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে চলছে মায়ের বোধন। মহাষষ্ঠীতে চলছে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। তবে পিতৃপক্ষ শেষ হওয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন পর্ব শুরু হয়ে যাওয়ায় বাংলায় এবার উৎসবের ঢাকে কাঠি পড়েছে কার্যত দ্বিতীয়া থেকেই। পঞ্চমীর সারারাত কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম নামী পুজো মণ্ডপগুলিতে ঘুরে বেড়িয়েছেন দর্শনার্থীরা। থিমের পুজোর পাশাপাশি সাবেকিয়ানাও নজর কাড়ছে।
ষষ্ঠীর বিশেষ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট করে বাংলা-সহ সারাদেশের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের বোধনের সঙ্গে সঙ্গে পুজোর আনন্দে মেতেছে আট থেকে আশি।