দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দু ধর্মে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে ব্যক্তির সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়, পাশাপাশি নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন মহাদেব। মহাশিবরাত্রি তিথিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে ৬৪টি স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন মহাদেব। এর মধ্যে ১২টি স্থান সম্পর্কে জানা যায়। এই ১২ স্থানই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এই বারোটি জ্যোতির্লিঙ্গের সঙ্গে ১২টি রাশির গভীর সংযোগ রয়েছে। কোন রাশির সঙ্গে কোন জ্যোতির্লিঙ্গের সম্পর্ক বা কোন রাশির জাতকরা কোন জ্যোতির্লিঙ্গের দর্শন করবেন জেনে নেওয়া যাক।
মেষ ও বৃষ রাশি
মেষ রাশির সঙ্গে সোমনাথ জ্যোতির্লিঙ্গের সম্পর্ক বর্তমান। সোমনাথ জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন স্বয়ং চন্দ্র। উল্লেখ্য চন্দ্রের অপর নাম সোম। শিব চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেন। তাই এটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে প্রসিদ্ধ। মহাশিবরাত্রিতে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন।অন্য দিকে মল্লিকার্জুনকে বৃষ রাশির অধিপতি মনে করা হয়। মহাশিবরাত্রিতে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ধ্যান ও দর্শন করলে সুফল পাওয়া যাবে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি সম্ভব।