মুর্শিদাবাদ, ১৯ অক্টোবর, : চতুর্থীর সন্ধ্যায় নানা জায়গায় পুজোর উদ্বোধন হয়েছে। সেগুলোর অন্যতম ইন্দ্রতলার দুর্গামণ্ডপ। পুজোর থিম এবার রক্তবীজ।
অসুর নিধনে দশভুজাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমাতে। বুধবার চতুর্থীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, ৮৯তম বর্ষে পদার্পণ করেছে এই বছর পুজো। তাঁদের ভাবনা রক্তবীজ। যিনি দুর্গা, তিনিই কালী। দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করার জন্য কালী রূপধারণ করেন। আর তাই এবছর তাঁদের ভাবনা রক্তবীজ। ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পী যামিনী পালের নাতি অসীম পাল।