দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২ মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মে রমজান মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসে, ইসলাম ধর্মের লোকেরা পূর্ণ নিষ্ঠার সাথে ঈশ্বরের উপাসনা করে এবং রোজা রাখে। প্রতিদিন রোজা রাখা ব্যাক্তিরা রমজানের শেষ দিনে আল্লাহর শুকরিয়া আদায় করে ঈদ-উল-ফিতর উদযাপন করেন। ইসলাম ধর্মের বিশ্বাস অনুসারে, ভারতে রমজান মাস কখন এবং কোন দিনে শুরু হবে তা মক্কায় চাঁদ দেখার উপর নির্ভর করে। সৌদি আরবে চাঁদ দেখার পরের দিন ভারতে রমজান শুরু হয় এবং মুসলমান সম্প্রদায়ের মানুষেরা প্রথম রোজা রাখেন।
রোজার নিয়ম: মুসলিম সম্প্রদায়ের লোকেরা পবিত্র রমজান মাসে রোজা রাখেন। ইসলামে রোজার কিছু বিশেষ নিয়মও উল্লেখ করা হয়েছে। রমজান মাসে, মানুষ প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে খাবার খেতে পারে, যাকে সেহরি বলা হয়। তারপর সূর্যাস্তের পরে কিছু খেতে পারেন। এটাকে ইফতার বলা হয়। মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত থাকে। রমজানের ৩০টি পবিত্র দিন তিন ভাগে বিভক্ত। প্রথম ১০ দিনকে রহমত, পরবর্তী ১০ দিনকে বারাক এবং শেষ ১০ দিনকে মাগফিরাত বলা হয়। চলুন জেনে নিই, এই বছর আপনার শহরে সেহেরি ও ইফতারের নির্দিষ্ট সময়!
শহরের নাম, সেহরি এবং ইফতারের সময়:
১) দিল্লি সকাল ০৫:২৮ সন্ধ্যা ০৬:২২;
২) মুম্বাই সকাল ০৫:৪৪ সন্ধ্যা ০৬:৪৫;
৩) হায়দ্রাবাদ সকাল ০৫:২২ সন্ধ্যা ০৬:২৩;
৪) কানপুর সকাল ০৫::১৪ সন্ধ্যা ০৬:১১;
৫) লখনউ সকাল ০৫:১২ সন্ধ্যা ০৬:০৮;
৬) কলকাতা সকাল ০৪:৪২ সন্ধ্যা ০৫:৪১;
৭) মিরাট সকাল ৪:৪৯ সন্ধ্যা ০৫:৪৬;
৮) নয়ডা সকাল ০৫:২৫ সন্ধ্যা ০৬:২৪;
৯) বেঙ্গালুর সকাল ০৫:২৪ সন্ধ্যা ০৬:২৯;
১০) আহমেদাবাদ সকাল ০৫:৪৫ সন্ধ্যা ০৬:৪৫;
১১) পাটনা সকাল ০৪:৫৫ সন্ধ্যা ০৫:৫৩;
১২) রাঁচি সকাল ০৪:৫৩ সন্ধ্যা ০৫:৫৭;
১৩) চেন্নাই সকাল ০৫:১৩ সন্ধ্যা ০:১৩ সন্ধ্যা ০৬:১৯।