Festival and celebrations

1 year ago

Chandannagar Jagaddhatri Puja: লেজ়ার শোয়ের মাধ্যমে চন্দননগরের মধ্যাঞ্চলের অভিনব ভাবনা ‘মনে রেখো’

Chandannagar Madhyanchal Jagaddhatri Puja (File Picture)
Chandannagar Madhyanchal Jagaddhatri Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হেমন্তের হৈমন্তীকা আরাধনায় মেতে উঠেছে চন্দননগর। সেখানকারই এক বড় মাপের পুজো মধ্যাঞ্চল। যেখানকার থিমে এবারে এক অভিনবত্বের ছোঁয়া। এখানকার এবারের থিমের নাম 'মনে রেখো'। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ বার্তাকে। 


এই থিমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা অঙ্গদানে এগিয়ে আসার। কিন্তু কেন এই উদ্যোগ? নারায়াণা হেলথ্ সংস্থার তরফে জানানো হয়েছে কোনও একটি উৎসবকে কেন্দ্র করে অঙ্গদানের গুরুত্বকে দর্শকদের মনে গেঁথে দেওয়াই মূল লক্ষ্য এই লেজ়ার শোয়ের।

নারায়ণা হেলথের গ্রুপ সিওও আর ভেঙ্কটেশ জানান,। এই লেজ়ার শো’টি আসলে কাজে এগিয়ে আসার ডাক। যা সবার কাছে আর্জি রাখছে অঙ্গদানে অংশ হওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করার এই উদ্যোগের সামিল হতে। এই সব মানুষ অন্য কোনও মানুষের আশার আলো হয়ে উঠতে পারবেন, এবং ভবিষ্যতে সেই মানুষের মধ্যে দিয়ে তিনিও জীবিত থাকবেন বহু দিন।”

You might also like!