দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শ্রী রামচন্দ্রকে নিয়ে বানানো হয়েছে ৫ টি ফ্রি অ্যাপ্লিকেশন। যা আপনি গুগল প্লে স্টোর থেকে অনায়াসেই ফোনে ইন্সটল করতে পারেন। এতে ভগবান রামের ভজনের পাশাপাশি রাম রাবণকে নিয়ে বানানো HD গ্রাফিক্সের গেম। আসুন একে একে দেখে নেওয়া যাক, কোনগুলি?
সারেগামা ভক্তি
এই অ্যাপের সাইজ 24MB। গুগল প্লে-স্টোরে 4.6 স্টার রেটিং রয়েছে। রিভিউ দিয়েছেন 7 হাজারের বেশি মানুষ। অ্যাপটি ডাউনলোড করেছেন 1 লাখের বেশি মানুষ। এখানে শ্রী রামের বিভিন্ন ভক্তিমূলক ভজন, আরতি এবং গান পাবেন। রাম, হনুমান, শিব, গণেশ, কৃষ্ণ, সাই, দেবী-সহ 8 ভগবানের আলাদা চ্যানেল রয়েছে। অডিও এবং ভিডিয়ো দুই ভজনও পাবেন এখানে।
লিটল রাম
অ্যাপের সাইজ 110MB। গুগল প্লে-স্টোরে রেটিং 4 স্টার। অ্যাপটি ডাউনলোড করেছেন 50 লাখের বেশি মানুষ। রিভিউ দিয়েছেন 8 হাজার ইউজার। এখানে ‘Subway Surfer’-এর মতো রাম ও রাবণের গেম খেলতে পারবেন। রামায়ণের বার্তাকে সুন্দর গেমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অ্যাপে। HD গ্রাফিক্স রয়েছে গেমে। যত ভালো খেলবেন তত সংগ্রহ করতে পারবেন পয়েন্টস।
রাম প্রতিষ্ঠা
রাম প্রতিষ্ঠা অ্যাপের সাইজ 13MB। রেটিং 5 স্টার। অ্যাপটি ডাউনলোড করেছেন 50 হাজারের বেশি মানুষ। রিভিউ দিয়েছেন 569 জন ইউজার। অযোধ্যায় শ্রী রাম মন্দিরে ভগবান শ্রী রামের প্রতিষ্ঠা সম্পর্কে শতকোটি হনুমান চালিসা পাঠ অভিযানের চমৎকার সম্পাদনা করা হয়েছে। অ্যাপটি দেশের 12টি ভাষায় ব্যবহার করা যাবে। হনুমান চালিসার ভিডিয়ো, অডিও এবং টেক্সটও পাওয়া যাবে অ্যাপে।
লর্ড শ্রী রাম থিম
অ্যাপের সাইজ 4MB। রেটিং 5 স্টার। 135 জন রিভিউ দিয়েছেন। এই অ্যাপের মাধ্যমে শ্রী রাম থিমের আকর্ষণীয় ব্ল্যাক ও গোল্ড কালার স্কিম, 3D নেভিগেশন, ইন্টারফেস এফেক্ট এবং ওয়ালপেপার পাবেন। যা ফোনের ছবিই বদলে দেবে। স্মার্টফোনে ভগবান রামের 3D ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন।
ড্রইং লর্ড রাম
ড্রইং লর্ড রাম অ্যাপের সাইজ 7MB। ডাউনলোড করেছেন 50 হাজারের বেশি মানুষ। ছোটদের রামের ড্রইং শেখাতে এই অ্যাপ কাজে আসতে পারে। ধাপে ধাপে কী ভাবে ড্রইং করবেন তার টিউটোরিয়াল পাবেন এখানে। রামায়ণের পাশাপাশি রাম মন্দিরের ছবি আঁকতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। ডিজিটাল মাধ্যমে শ্রী রামের ড্রইং আঁকার জন্য ব্যবহার করতে পারেন এই অ্যাপ।