দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র কয়েক দিন পরেই দেশব্যাপী পালিত হবে মহাশিবরাত্রি ২০২৪। মহাদেবের উপাসনা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার আগে জেনে নিন এখন থেকে কোন কাজ করলে মহাশিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ আপনার উপরেই থাকবে।
মহাশিবরাত্রির সঠিক তারিখ
ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি পড়বে ৮ মার্চ শুক্রবার রাত ৯টা ৫৭ মিনিটে।
ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথির অবসান হবে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে।
বেশিরভাগ ক্ষেত্রে সন্ধেবেলা প্রদোষকালে মহাদেবের আরাধনা করা হয়।
এই বছর মহাশিবরাত্রিতে রয়েছে ভাদ্রকালও।
৮ মার্চ রাত ৯টা ৫৮ মিনিট থেকে ৯ মার্চ সকাল ৮টা ৯ মিনিট পর্যন্ত থাকবে ভাদ্রকাল।
তাই এর আগেই মহাশিবরাত্রির পুজো করে নিতে হবে।
মহাদেবের আশীর্বাদ
রোজ শুদ্ধ মনে সম্পূর্ণ ভক্তি সহকারে মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন। মহাদেবের আশীর্বাদ যাঁর উপরে থাকে, তাঁর জীবনে কখনও কোনও সংকট দেখা দেয় না। শিব শংকরের কৃপায় সেই ব্য়ক্তির কোনও সব বিপদ কেটে যায়। মনে রাখবেন, মহাদেবের পুজোর জন্য মহাশিবরাত্রি সবথেকে গুরুত্বপূর্ণ হলেও যে কোনও দিনই শিবপুজো করতে পারেন। বিশেষ করে প্রতি সোমবার নির্দিষ্ট নিয়ম মেনে শিবপুজো করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। ভোলেনাথকে খুশি করতে এখন থেকেই এই কাজ করুন
মহাদেবকে তুষ্ট করার উপায়
জ্য়োতিষশাস্ত্রে শিবকে খুশি করার জন্য চালের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন। এই কাজ করার সময় খেয়াল রাখুন, কোনও চালের দানা যেন ভাঙা না হয়। শিবলিঙ্গে প্রতি সোমবার চাল নিবেদন করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে।
প্রতিদিন যদি শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করেন, তাহলে মহাদেবের আশীর্বাদে জীবনে কখনও অর্থাভাব আসবে না।
সম্পদ বৃদ্ধি করতে চাইলে সোমবার নিয়ম মেনে শিবের আরাধনা করুন এবং তার সঙ্গে ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করতে হবে। পুজোর শেষে এই চাল কোনও মন্দিরে অথবা কোনও দরিদ্র মানুষকে দান করে দিতে পারেন। সোমবার থেকে শুরু করে টানা সাত দিন এই কাজ করলে মহাদেবের আশীর্বাদে কোনও কিছুর অভাব থাকবে না আপনার।
প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতিদিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করলে মহাদেবের সঙ্গে দেবী পার্বতীরও কৃপাদৃষ্টি বর্ষিত হবে আপনার উপর। শিব পার্বতীর আশীর্বাদে সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন।