Festival and celebrations

1 year ago

Kali Puja 2023: ঝাড়খণ্ডের রাঁচিতে ১২ নভেম্বর ধুমধাম করে পালিত হবে মা কালীর পুজো

Kali Puja 2023
Kali Puja 2023

 

রাঁচি, ২৮ অক্টোবর  : ঝাড়খণ্ডের রাঁচিতে ১২ নভেম্বর কালী পুজো পালিত হবে। অত্যন্ত ধুমধামের সঙ্গে রাঁচিতে মা কালীর আরাধনা করা হবে।

রাঁচিতে কালীপুজোর জন্য অনেক মনমুগ্ধকর প্যান্ডেল তৈরি করা হয়েছে। যুব মোর্চা কালী পুজো কমিটি তাতিসিলভেতে ধুমধাম করে পুজা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির সভাপতি সানিল জয় শনিবার জানান, এবছর বাংলার কারিগররা কালী পুজো উপলক্ষ্যে একটি দূর্দান্ত প্যান্ডেল নির্মাণ করবেন। পুজো উপলক্ষ্যে প্যাণ্ডেলে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। ১২ নভেম্বর মা কালীর আরাধনা করা হবে। ১৩ নভেম্বর মা কালীর প্রতি ভক্তি জাগরিত করা হবে। ১৪ নভেম্বর মা কালীর মহা আরতি করা হবে। এরজন্য আশেপাশের এলাকা থেকে বহু ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। মহা আরতিকে ঐতিহাসিক করতে কমিটির সদস্যরা সুন্দর প্রচেষ্টা শুরু করেছে।


You might also like!