Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: কোন মণ্ডপে কত ভিড়? জানা যাবে ডিস প্লে বোর্ডে

Durga Pujo (File Picture)
Durga Pujo (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার পুজো মান্যতা পেয়েছে ইউনেস্কো সেরা পুজোর। এর উপর চলছে ক্রিকেট বিশ্বকাপ। তাই এবারে পুজোয় আরও বেশি সংখ্যক বিদেশির আগমন ঘটবে কলকাতায়। তাঁদের ও অন‌্য দর্শনার্থীদের যাতে কোনও সমস‌্যা না হয়, সেই কারণেই বড় পুজো মণ্ডপগুলিতে কত ভিড়, তা জানিয়ে দেওয়া হবে ডিসপ্লে বোর্ডের মাধ‌্যমে। আলিপুরে ধনধান‌্য অডিটরিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের সমন্বয় বৈঠকে পুজো উদ্যোক্তাদের জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

You might also like!