Festival and celebrations

1 year ago

Maha Nabami : ঠাকুর থাকবে কতক্ষণ...আজ মহানবমী, দেবীর বিদায়বেলা আসন্ন

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ, সোমবার মহানবমী । পাঁচদিনের উৎসবের আনন্দটুকু চেটেপুটে নেওয়ার শেষদিন । এত জাঁকজমকের মাঝেও কোথাও যেন বিষণ্ণতার সুর চারিদিকে । দেবীর বিদায়বেলা যে আসন্ন । মন বলছে, 'নবমী নিশি না হইও রে অবসান'।

সাধারণত,অষ্টমীতে'সন্ধি পুজো' শেষ হলে শুরু হয় মহানবমী । নবমীর সন্ধ্যাবেলা দেবীর 'মহা আরতি' হয় । নবমীতেও কয়েক জায়গায় কুমারী পুজোর প্রচলন রয়েছে । এছাড়াও, নবমী পুজোর বিশেষত্ব হল হোম-যজ্ঞ অনুষ্ঠান । হোমে মূলত আঠাশটা বা একশো আটটা নিখুঁত বেলপাতা লাগে । সেইসঙ্গে যজ্ঞের বালি, বেলকাঠ, কলা, চেলি, দই ও দুধ লাগে । দুধ দিয়েই হোমের আগুন নেভানো হয় ।

নবমীর রাত শেষ হলেই দশমী । পরিবার নিয়ে উমা ফিরে যাবে শিবের কাছে । ফের শুরু হবে বছর ভরের অপেক্ষা । এডিটরজি বাংলার তরফে মহানবমীর শুভেচ্ছা ।

You might also like!