Festival and celebrations

1 year ago

Durga Puja Carnival 2023 : রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

Metro SErvice for Carnival (Symbolic Picture)
Metro SErvice for Carnival (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটা ডেস্কঃ রাজ্য পরিবহণ নিগম জানিয়েছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে আগামী কাল, শুক্রবার বেশি রাত পর্যন্ত সরকারি ও বেসরকারি বাস ছাড়াও চলবে মেট্রো।

গড়িয়া, যাদবপুর, পাটুলি, নিউ টাউন, ঠাকুরপুকুর, আমতলা, পর্ণশ্রী, বালিগঞ্জ, ডানলপ-সহ একাধিক রুটে ওই রাতে ২৩টি সরকারি বাস চলবে। এ ছাড়াও রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ রুটে বেসরকারি বাস, অটো সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, কার্নিভাল উপলক্ষে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেট্রো কর্তৃপক্ষের কাছে বেশি রাত পর্যন্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। তবে, দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ার সময়সূচি বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টা ১০ মিনিটে। প্রায় মাঝরাত অতিক্রম করে মেট্রো পরিষেবা চালু থাকবে ওই দিন। এ ছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর। এ বারের রেড রোডের পুজো কার্নিভালে ১০০টি পুজোর অংশগ্রহণ করার কথা।

You might also like!