Festival and celebrations

1 year ago

Rama Ekadashi: রমা একাদশী কবে জানেন কী? জেনে নিন এই একাদশীর সঠিক দিনক্ষণ ও তিথি

Rama Ekadashi (Symbolic Picture)
Rama Ekadashi (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিষ্ঠাভরে রমা একাদশী পালন করলে জেনে বা না জেনে করা সব পাপ থেকে মুক্তি পায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলে ইহলোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তি। শুধু তাই নয়, রমা একাদশীর উপবাস সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। ২০২৩ সালের রমা একাদশীর তারিখ, সময় এবং তাৎপর্য জেনে নিন ।

রমা একাদশী ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার। পঞ্চাং অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী তিথি ৮ নভেম্বর ২০২৩ সকাল ০৮ টা ২৩ মিনিটে শুরু হবে এবং পরের দিন ০৯ নভেম্বর ২০২৩ সকাল ১০ টা ৪১ মিনিটে শেষ হবে। ১০ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ০৬ টা ৩৯ মিনিট থেকে সকাল ৮ টা ৫০ এর মধ্যে রমা একাদশীর উপবাস ভাঙা শুভ হবে। এদিন দ্বাদশী তিথি শেষ হবে দুপুর ১২.৩৫ মিনিটে। 

কার্তিক মাসে ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে, এমন অবস্থায় কার্তিক মাসের রমা একাদশীর উপবাস সমস্ত পাপ নাশ করে, ব্রহ্মাহাত্যের মতো বড় পাপও দূর করে। এই উপবাস মহিলাদের জন্য সৌভাগ্য ও সুখ প্রদান করে, সেই সঙ্গে এই ব্রতকে শুভ বলে মনে করা হয়। এই একাদশী দীপাবলির আগে আসে, তাই এই দিনে উপবাস করলে, দেবী লক্ষ্মী উপবাসকারীকে ধন, খ্যাতি, ধন-সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। রমা একাদশীর দিন গীতা পাঠের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। মন্দিরে গিয়ে পুজো-অর্চনা করলে অনন্ত ফল পাওয়া যায়।এমনটা বিশ্বাস করা হয় যে রমা একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ মুছে যায় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে ব্যক্তিকে জীবনে কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না।

You might also like!