Festival and celebrations

1 year ago

Diwali 2023 : বারানাসী ও কাশীর ধাঁচে দীপাবলি হবে কলকাতায়

Diwali  (Symbolic Picture)
Diwali (Symbolic Picture)

 

কলকাতা : এবার কাশীর আদলেই ৫ থেকে ১০ হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হতে চলেছে দেব দীপাবলি। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

এ বছর ২৫ ও ২৬ নভেম্বর দু'দিন পড়েছে কার্তিক পূর্ণিমা। ওই দিন সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয়৷ সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বারানাসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন। মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায়। এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে। দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয়।

২০২১ সালে কাশী বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই মন্দিরে দেব দীপাবলির দিনের আলোকজ্জ্বল ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক। এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন। অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন।

You might also like!