দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের দিনে যেমন বাঙালির মনটা চাইনিজ চাইনিজ করে ওঠে। ঠিক তেমনই কিছু বাঙালি পাতে চান একটু চাইনিজ।
আর পুজোর চাইনিজের সেরা চাউম্যানতো তৈরিই থাকে। চাউমিন, চিলি চিকেন কিংবা অত্যাধুনিক চাইনিজ পদ সবই পাবেন এখানে।
এখানে এলে আপনি পেয়ে যাবেন চাউম্যান স্পেশ্যাল হাক্কা নুডলস, কলকাতা স্টাইল চিলি চিকেন, ফ্রায়েড রাইস বা চিংড়ি, চিকেনের দারুণ সুস্বাদু ডিশ৷
এছাড়াও আপনি পেয়ে যাবেন কাঁকড়া বা ক্র্যাবের নানান আইটেম। যারা পর্ক পছন্দ করেন তাঁরাও এখানে পেয়ে যেতে পারেন পর্কের আইটেম।