দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আগামী ২রা অক্টোবর মহালয়া। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই পরিস্থিতি বারোয়ারি পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেমনি ছবি ধরা পড়েছে বরানগর পুরসভার ২২নং ওয়ার্ডের নেতাজি কলোনির নেতাজি লোল্যান্ডের মণ্ডপেও।
এবছর ৩৫ বছরে পা দিল এই পুজো।
এবার নেতাজি লোল্যান্ডের থিম 'উত্তরে দক্ষিণ'। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি
হচ্ছে মণ্ডপ। নেতাজি লোল্যান্ড উত্তরে আর সেই পুজোর মণ্ডপ হচ্ছে দক্ষিণী মন্দিরের আদলে।
স্বাভাবিকভাবেই মণ্ডপে থিম ভাবনা সার্থক রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী।
চলতি বছরে পুজোর বাজেট ০৪ লক্ষ টাকা। বরাহনগের দক্ষিণ ভারতীয়
শৈলী ফুটিয়ে তুলতে প্রায় আড়াই মাস ধরে নিরলস পরিশ্রম করছেন ১০০জন কর্মী। তারই ফলস্বরূপ
নেতাজি লোল্যান্ডে ধীরে ধীরে গড়ে উঠছে দক্ষিণ ভারতের এক মন্দির। শুধু যে পুজোর মণ্ডপই
দক্ষিণ ভারতের মন্দিরের আদলে গড়ে উঠছে তাই নয়। প্রতিমার সাজসজ্জায় থাকবে দক্ষিনী শিল্প
এবং সংস্কৃতির ছোঁয়া।