দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজোর মতো আর ভারচুয়ালি নয় , আসন্ন কালীপুজোর উদ্বোধনে বাংলার মুখ্যমন্ত্রী সশরীরেই উপস্থিত থাকবেন মণ্ডপে। বুধবার থেকে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন। কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর দ্বারোদ্ঘাটন করবেন তিনি।
বুধবার অর্থাৎ ৮ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে , সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক সেরে সন্ধে নাগাদ কালীপুজো উদ্বোধনে বেরবেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই। এবার তিনি সশরীরে মণ্ডপে মণ্ডপে গিয়েই পুজোর সূচনা করে দেবেন। কালীপুজো ১২ তারিখ অর্থাৎ রবিবার। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হয়ে যাবে বুধবার। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত মণ্ডপগুলি।
গত কয়েক বছর ধরেই শহরের বিখ্যাত দুর্গাপুজো, কালীপুজো মণ্ডপগুলির উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবছর তাঁর পায়ে চোট থাকায় মণ্ডপে গিয়ে গিয়ে তিনি দ্বারোদ্ঘাটন করতে পারেননি। বিশ্রামে থাকাকালীনই নবান্নে বসে ভারচুয়ালি উদ্বোধন করেন। কিন্তু এখন তিনি অনেকটা সুস্থ। নবান্নে যাতায়াতও শুরু করেছেন। এই অবস্থায় কালীপুজোর উদ্বোধনও তিনি করবেন মণ্ডপে মণ্ডপে গিয়ে।