Entertainment

1 year ago

Shah Rukh Khan : রাতের পার্টিতে নাচে মত্ত আরিয়ানের সঙ্গী এক বাঙালি অভিনেত্রী! জানেন কী কে এই বঙ্গ তনয়া?

Aryan Khan- Nayra Banerjee
Aryan Khan- Nayra Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাদককাণ্ডে আরিয়ানের নাম উঠে আসার পর আমজনতার তার ব্যক্তি গত জীবন প্রসঙ্গে স্বভবতই কৌতুহল আগের থেকে বেশ খানিক বেড়ে গিয়েছে। এই ঘটনার পর কিছু দিন লোকচক্ষুর আড়ালে ছিলেন আরিয়ান। তবে বর্তমানে তিনি আবার নতুন করে জীবনের ছন্দে ফিরছেন। বেশির ভাগ সময় মুম্বইয়ের বিভিন্ন জায়গায় পার্টি করতেই দেখা গিয়েছে তাঁকে। এ বার এক রাতের পার্টিতে উল্লাসে মাতেন আরিয়ান। সঙ্গী এক বাঙালি অভিনেত্রী।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টিতে মজে থাকেন আরিয়ান।প্রসঙ্গত, নাইরা তেলগু, মালয়ালম, কন্নড় ছবিতেও কাজ করেছেন। ২০১৬ সালে সানি লিওনি অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল বলিউডে। আপাতত ‘পিশাচিনী’ সিরিয়ালের মুখ্য ভূমিকায় দেখা যায় নাইরাকে।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরিয়ানের সঙ্গে সেই রাতের পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেন। অভিনেত্রী লেখেন, ‘‘প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।’’ 

শোনা যাচ্ছে, ২০২৩ সালেই নাকি বলিউডে অভিষেক হতে চলেছে আরিয়ানের। তবে নায়ক নন, পরিচালকের আসনই পছন্দ তার। 

You might also like!