Entertainment

4 months ago

Shahrukh Khan:ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান

Shahrukh Khan
Shahrukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  কঠোর পরিশ্রমের জোরে বলিউডের বাদশা হয়েছেন অভিনেতা শাহরুখ খান। শাহরুখের ভক্তরা তার ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। শুধু খ্যাতি আর ভক্তদের ভালোবাসাই নয়, প্রচুর অর্থও আয় করেছেন কিং খান। এই প্রথম ভারতের শীর্ষ ধনীদের তালিকায় তার নাম উঠল।

হুারুন ইন্ডিয়া রিচ লিস্টে শাহরুখ খান শীর্ষ স্থানটি দখল করেছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৭, ৩০০ কোটি টাকা। শাহরুখের রোজগারের বড় অংশ আসে নাইট রাইডার্সের মালিকানা, আইপিএল চ্যাম্পিয়নশিপ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেনমেন্টের হাত ধরে। এছাড়া আছে, তাঁর বিভিন্ন বড় ব্র্যান্ডের এনডোর্সমেন্ট ও ৪৭ মিলিয়ন ইন্সটাগ্রাম ফলোয়ার। এই তালিকায় ২ নম্বরে আছেন কলকাতা নাইট রাইডার্সের আরেক মালিক জুহি চাওলা। তাঁর সম্পত্তির পরিমাণ ৪,৬০০ কোটি। তিনে আছেন হৃতিক রোশন, সম্পত্তির পরিমাণ ২,০০০ কোটি। তিনি আবার টুইটারে ৩২.৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় স্থানে আছেন। চারে আছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি। পাঁচে করণ জোহার, সম্পত্তি ১৪০০ কোটি।

২০২৩-এ শাহরুখ খান জওয়ান, পাঠান ও ডানকি—এই তিনটি হিট ছবি দিয়ে আবারও নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছেন। ২০১৮ সালের ছবি জিরো-র ব্যর্থতার পর তিনি অভিনয় থেকে সরে গিয়েছিলেন। এখন তিনি তৈরি হচ্ছেন সুজয় ঘোষের ছবি কিং-নিয়ে। তাঁর সঙ্গে দেখা যাবে সুহানা খান ও অভিষেক বচ্চনকে।

You might also like!