দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মসৃণ চকচকে ত্বক, স্টাইলিশ লুক, মাথায় একঢাল চুল। এমন ভাবেই নায়িকাদের দেখতে অভ্যস্ত দর্শকরা। বুমেরাং ছবির জন্য এই চেনা ছক ভেঙে ফেললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কামিয়ে ফেললেন মাথার চুল। যা দেখে তাজ্জব সকলে। বৃহস্পতিবার সকালে অভিনেত্রীর এহেন সাহসী ছবি সামনে আসতেই রীতিমতো হইচই সোশ্যাল মিডিয়ায়।
শৌভিক কুণ্ডু পরিচালিত বুমেরাং ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করতে চলেছেন নায়িকা। একটি চরিত্র সাধারণ মেয়ে, অন্যটি রোবটের। বৃহস্পতিবার সকালে রোবট চরিত্রের লুক সামনে আসে। আর এই চরিত্রটিতেই রুক্মিণীকে দেখা যায় ন্যাড়া মাথায়। যা দেখে চমকে ওঠেন সকলে। তবে, এই লুকেও তিনি বেশ আত্মবিশ্বাসী বলেই মনে করছেন ভক্তরা।
এই প্রসঙ্গে নায়িকা বলেন,'একদিন শৌভিক এসে আমায় ন্যাড়া হওয়ার প্রস্তাবটা দেয়। আমি শুনে অবাক হই। মনে হয়, মেইনস্ট্রিম নায়িকাকে ন্যাড়া দেখাবে? কিন্তু আউট অফ দ্য বক্স কিছু করতে সবসময় ভালোবাসি। তাই রাজি হয়ে যাই।'