Entertainment

11 months ago

Police notice to the director of 'The Diary of West Bengal:'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'-এর পরিচালককে পুলিশের নোটিশ

The  Diary Of West Bengal (Symbolic Picture)
The Diary Of West Bengal (Symbolic Picture)

 

কলকাতা, ২৬ মে : 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'। পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা হয়েছে, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪১ (ক) ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী মঙ্গলবার আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে। শুক্রবার এই তথ্য সামনে এসেছে৷ ট্রেলারের শুরুতেই বলা হয়েছে, "এই ছবি বা ট্রেলারে দেখানো সমস্ত বিষয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে৷ কোনও জাতি-ধর্মের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই ছবি তৈরি নয়৷ ছবির তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ৷ কোনও ব্যক্তি বিশেষের ভাবাবেগেও আঘাত করা উদ্দেশ্য নয় এই ছবির৷"

ট্রেলারটি সামাজিক মাধ্যমে আসতেই প্রায় আড়াই লাখ দর্শক দেখে ফেলেছেন এটি৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগেও ভারতের গর্ব ছিল কলকাতা তথা বাংলা৷ সেখানে নানান ঋষি, মণীষি জন্মগ্রহণ করেছেন৷ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন৷ কিন্তু বর্তমানে সেই বাংলা জ্বলছে৷ ভোটের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে৷ বাংলা এখন হয়ে উঠেছে দ্বিতীয় কাশ্মীর৷ বলা ভাল কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি বাংলার৷ ট্রেলারে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও। প্রসঙ্গত, ছবির ট্রেলারে একদিকে যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদকেও তুলে ধরা হয়েছে ৷

গত ৮ এপ্রিল এই ছবির ট্রেলার সামনে আসে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগি প্রযোজিত এই ছবি ঘিরে এবার তৎপর হল লালবাজার৷ কিছুদিন আগেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ 'আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে' ছবিটির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার৷ পরে নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গেও ছবিটি দেখানোর অনুমতি দেয় ৷ এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ঘিরে শুরু হল নয়া বিতর্ক৷


You might also like!