Entertainment

1 year ago

K Muralidharan : প্রয়াত দক্ষিণী ছবির বিখ্যাত প্রযোজক কে মুরলীধরন

K Muralidharan
K Muralidharan

 

হায়দরাবাদ, ২ ডিসেম্বর : প্রয়াত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রযোজক কে মুরলীধরণ। তামিলনাড়ুর পুক্কাকোনামে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর । সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই বিখ্যাত প্রযোজকের। তামিল প্রযোজক পরিষদের প্রাক্তন সভাপতিও ছিলেন কে মুরলীধরণ। তাঁর প্রযোজনা থেকে মুক্তি পেয়েছে 'গোকুলথিল সেঠাই', 'উন্নাই থিডি', 'পুদুপেত্তাই'-এর মত বিখ্যাত ছবি। কার্তিক, কমল হাসানের মত বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

প্রয়াত ভি. স্বামীনাথন এবং জি ভেনুগোপালের সঙ্গে যৌথ উদ্যোগে লক্ষ্মী ফিল্ম মেকার্স প্রোডাকশন হাউস শুরু করেন তিনি। এই প্রযোজনা সংস্থা থেকেই পরবর্তীতে 'অম্বে শিবম', 'পুধুপেত্তাই' এবং 'বাঘবতী'-র মত বেশ কয়েকটি হিট ছবি মুক্তি পেয়েছিল। তাঁর মৃত্যুতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। টুইটে তাঁকে শ্রদ্ধা জানান কমল হাসানও। তিনি লেখেন, “অনেক অনেক হিট ছবির কারিগর লক্ষ্মী ফিল্ম মেকার্স প্রোডাকশন হাউসের নির্মাতা কে মুরলীধরণ আর নেই। মনে পড়ে সেই দিনগুলো। তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

You might also like!