Entertainment

11 months ago

Raghav Parineeti: পরিণীতিকে কিভাবে সামলান রাঘব!

Raghav Chahda & Parineeti Chopra (File Picture)
Raghav Chahda & Parineeti Chopra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজস্থানে রাজকীয়ভাবে গত ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছিল রাঘব-পরিণীতির। ধুমধাম করে রিসেপশন দিল্লিতেও। এরমধ্যেই স্ত্রীকে খুশি করার রহস্যভেদ করে ফেলেছেন রাঘব। সম্প্রতি তারকাদম্পতি আইসিসি ইয়ং লিডারস ফোরাম-এ যোগ দিয়েছিলেন। সেখানেই দাম্পত্য রসায়ন নিয়ে মুখ খোলেন আপ সাংসদ।

বিয়ের পর সবথেকে বড় কোন শিক্ষা পেয়েছেন? সেটাই ফাঁস করেন রাঘব। জানান পরিণীতির সঙ্গে ঝগড়া হলে কীভাবে মিটমাট করেন? তিনি বলেন, “বিয়ের পর খুব তাড়াতাড়ি আমি এটা শিখে গিয়েছি যে, বউ সবসময়ে ঠিক। আর আপনি যদি সেটা মেনে নিতে পারেন, তাহলে আর কোনও ঝগড়াই থাকবে না। দাম্পত্যে প্রেম-ভালোবাসার সঙ্গে ঝগড়া তো থাকবেই। আমাদেরও হয়। কিন্তু আমরা কখনও ঝগড়া মিটমাট না করে ঘুমোতে যাই না।” রাঘব-পরিণীতি একে-অপরের সঙ্গে আলোচনা করে যুক্তি দিয়ে বোঝান কেন সেটাই সঠিক। তারপরই ঝগড়া মিটে যায়।

You might also like!