Entertainment

4 months ago

Bollywood: আরজিকরের আবহে আলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিস্ফোরক দাবি হিমানির!

Bollywood (Symbolic Picture)
Bollywood (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডের বর্ষীয়ান অভিনেতা আলোকনাথ। "কভি খুশি কভি গাম" সহ একাধিক ছবিতে কখনো শাহরুখ খান, আবার কখনো সলমন খানের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। এবার এই অভিনেতার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অলোকনাথের প্রসঙ্গে প্রশ্ন করা হয় হিমানিকে। জনপ্রিয় হিন্দি সিনেমা 'হম আপকে হ্যয় কৌন'-এ দু'জনেই একসঙ্গে অভিনয় করেছেন।

হিমানি বলেন, 'আমি অতীতে আলোকনাথের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক। তবে মদ্যপানের পর অন্য এক মানুষ ওঠে ওঠেন। বিশেষ করে রাতে।'

সরাসরি অলোকনাথের সঙ্গে তার একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে বলে জানান। অভিনেত্রীর কথায়, 'ন্যাশনাল স্কুল অফ্‌ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। তার আগে শুনেছিলাম, মদ্যপানের পরে তার আলাদা একটা রূপ দেখা যায়। আমি একবারই সেই রূপ দেখেছি। আমরা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনও নিয়ন্ত্রণ ছিল না। অভিনেতার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও সামলানোর পরামর্শ দেই। শেষে তার আচরণের জন্য গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।'

হিমানি যোগ করেন, 'শুটিং সেটে কাজের সময় আলোকনাথ খুব শান্ত থাকতেন। কিন্তু রাত আটটা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।'

You might also like!