Entertainment

1 month ago

Vicky Kaushal:সহজ ছিল না খ্যাতি, কেরিয়ারের শুরুতে জেলও খেটেছেন ভিকি কৌশল,শুটিং করতে গিয়ে মারও খেতে হয়

Vicky Kaushal
Vicky Kaushal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর 'তবা তবা' (Tauba Tauba)-র স্টেপে মজা গোটা নেটদুনিয়া। সদ্য মুক্তি পাওয়া রোম্যান্টিক কমেডি ফিল্ম 'ব্যাড নিউজ়'-এর (Bad News) জন্য এখন প্রশংসিত হচ্ছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সেই সঙ্গে জল্পনা জারি রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। ভিকির মন কাড়া হাসি, টোনড শরীর এমনিতেই রাতের ঘুম কেড়ে নেয় বহু তরুণীর । তার উপর তৌবা তৌবার-হুক স্টেপ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছে । সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বক্স অফিসে এখনও পর্যন্ত ভালই ব্যবসা করছে ভিকি ও তৃপ্তির ব্যাড নিউজ । তবে, জানেন কি, বলিউডের এই হার্টথ্রব ভিকিকে কেরিয়ারের শুরুতে জেলেও নাকি যেতে হয়েছিল । এমনকী, শুটিংয়ে গিয়ে বালি মাফিয়ার হাতে মার খেতে খেতে বেঁচেছিলেন অভিনেতা ।

কেরিয়ারের শুরুতে পর্দার পিছনে কাজ করতেন ভিকি । সহকারী পরিচালক হিসেবেই শুরু হয়েছিল কাজ । অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুরের একটা শুটিং চলছিল । সেই শুটিংয়েরই একটি ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন উরি-র নায়ক । তন্ময় ভাটের সঙ্গে তাঁর ইউটিউব চ্যানেলের জন্য একটি সাক্ষাৎকারে ভিকি জানান, গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমায় একটি বালি চুরির দৃশ্য ছিল । সেটা তৈরি করা নয়, সত্যিকারের বালি চুরির দৃশ্য দেখানো হয়েছিল । আর সেই ছবি তুলতে গিয়ে বালি মাফিয়া ও তার ৫০০ গুন্ডাদের হাতে মার খাওয়ারও পরিস্থিতি তৈরি হয়েছিল । ভিকি জানিয়েছেন, সত্যি সত্যিই যে ওই জায়গা থেকে বালি চুরি চলছে,তা কেউ বুঝতে পারবে না । কারণ ১টি বা ২টি নয়, একসঙ্গে ৫০০টা ট্রাক দাঁড়িয়েছিল সেখানে ।

কীভাবে মাফিয়াদের হাতে পড়েছিলেন ভিকি ও তার টিম ?

ভিকি জানিয়েছেন, ইউনিটের একজন ক্যামেরাম্যান, যার বয়স ৫০-এর কাছাকাছি, তাঁকে ফোনে কথা বলতে দেখে নেয় বালি মাফিয়ারা । তাঁরা ভাবেন, কোনও প্রভাবশালী ব্যক্তিকে ফোন করা হচ্ছে । তখনই ওই ব্যক্তি ক্যামেরাম্যানকে চড় মেরে তাঁর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং হুমকি দেন, ক্যামেরা ভেঙে দেবে তারা । এমনকী, ভিকি-সহ টিমের সদস্যদের মারধরও করতে যায় মাফিয়ারা । কিন্তু , কোনও মতে সেখান থেকে পালিয়ে যান তাঁরা ।

শুধু তাই নয়, জানেন কী, ওই দৃশ্য শুটিং করতে গিয়ে জেলেও যেতে হয়েছিল ভিকিকে । সম্প্রতি, অনুরাগ কশ্যপ জানিয়েছেন, ওই জায়গায় শ্যুটিং করার অনুমতি ছিল না। ফলে পুলিশের হাতে পড়েন ভিকি। বিনা অনুমতিতে শ্যুটিং করার কারণে জেলে যেতে হয়েছিল ভিকি-কে । পরে অবশ্য সব স্বাভাবিক হয়ে যায় ।

ভিকির কেরিয়ার

ভিকি নীরজের 'মাসান'-এর মধ্যে দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন । পরে তিনি 'রমন রাঘব ২.০', 'রাজি', 'সঞ্জু', 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'সর্দার উধম' এবং 'স্যাম বাহাদুর'-এর মতো সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছেন । তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্যাড নিউজও ইতিমধ্যে ৩০ কোটির ব্যবসা করেছে । এদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন অভিনেতা । বলি অন্দরে খবর, খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন ভিকি-ক্যাট ।

You might also like!