ঢাকা, ২৮ আগস্ট : জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে আইনি নোটিশ। এই বিষয়টি নিয়ে শুধু সাকিবই নয়, চাপে পড়ে গেছে বিসিবিও। বিসিবির চুক্তিভুক্ত সাকিব এই মুহূর্তে জাতীয় দলের সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন। এদিকে বিসিবিও সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেছেন, "সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, ততদিন পর্যন্ত ওকে আমরা খেলাবো।" সেই সঙ্গে বোর্ড প্রধান বলেছেন, "পাকিস্তান সফরের পর ভারতে যাবে বাংলাদেশ। সেখানেও আমরা সাকিবকে খেলাতে চাই। তাছাড়া সাকিব আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। তাই প্রয়োজনে সাকিবকে আমরা আইনগত সহায়তা দেব।