দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মূলত মুম্বই তথা মহারাষ্ট্রের সেরা পার্বণ হল গণপতি অর্থাৎ গণেশ চতুর্থী। এই পুজোকে ঘিরে বেশ কয়েকটা দিন মেতে ওঠেন মুম্বই তথা মহারাষ্ট্র। তাই বলিউডের কিছু ছবিতেও এই পুজোকে তুলে ধরা হয়েছে। আবার দেবাকে নিয়ে বানানো হয়েছে গানও। আসুন দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন গানে জমে উঠতে পারে আপনার এবছরের গণেশ চতুর্থী?
১. হৃতিক রোশন অভিনীত অগ্নিপথ ছবির দেবা শ্রী গণেশা গানটি দারুণ জনপ্রিয়। অজয় অতুলের কম্পোজ করেছেন এই গানটি এবং অমিতাভ ভট্টাচার্য লিরিক্স লিখেছেন। দুর্দান্ত সব নাচের স্টেপও রয়েছে এখানে।
২. আলা রে আলা গণেশা: অর্জুন রামপাল অভিনীত ড্যাডি ছবির গান এটি। এটি একবার চালানো মানে পুরোপুরি গণেশ পুজোর আমেজে ভেসে যাওয়া। সাজিদ ওয়াজিদ এই গানটির কম্পোজিশন করেছেন, লিখেছেন প্রশান্ত ইঙ্গল।
৩. সাড্ডা দিল ভি তু: এবিসিডি ছবির এই গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। এটির কোরিওগ্রাফিও দেখার মতো। ওয়েস্টার্ন এবং ভারতীয় সঙ্গীতের দুর্দান্ত মিশেল শোনা যায় এই গানে। হার্ড কৌরের র্যাপ আলাদা মাত্রা যোগ করেছিল গানে।
৪. মৌর্য রে: ডন ২ ছবির এই গানটিতে বেশ সুন্দর গণেশ পুজোর একটা ভাইব পাওয়া যায়। শাহরুখ খান এই পুজোর যে মজা বা আনন্দ সেটা দারুণ ভাবে ভিডিয়োতে ফুটিয়ে তুলেছিলেন। শঙ্কর মহাদেবন গেয়েছিলেন এই গানটি।
৫. সিঁদুর লাল চাড়ায়ো: বাস্তব ছবির এই গানটি তো ভীষণই বিখ্যাত। গণেশের উপর তৈরি গানটিতে বেশ মারাঠি টাচ পাওয়া যায় একটা। গণেশ পুজোর একেবারে আদর্শ গান এটি।