Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Entertainment

1 year ago

Sushant Sing Rajput : সুশান্তের সেক্রেটারি দিশার মৃত্যুর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কোনো সম্পর্ক নেই

Disha death has nothing with Sushant Singh Rajput's death
Disha death has nothing with Sushant Singh Rajput's death

 

মুম্বই, ২৩ নভেম্বর  : দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। দিশা সালিয়ান মুম্বইয়ের মালাদ এলাকায় তার ভবনের ১৪ তলা থেকে মদ্যপ অবস্থায় পড়ে মারা যান। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সূত্র এ দাবি করেছে।

সিবিআই সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত এখনও চলছে। দিশা সালিয়ান মৃত্যু মামলায় সিবিআই কোনও রিপোর্ট দাখিল করেনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে দিশার মৃত্যুর তদন্তের দাবি ওঠে। সিবিআই ফরেনসিক পরীক্ষার রিপোর্ট, জিজ্ঞাসাবাদকারীদের সাক্ষ্য, ঘটনার সম্পূর্ণ বিবরণ, মেডিকেল টেস্ট রিপোর্ট অধ্যয়ন করে। সিবিআই তদন্তের পর জানা গিয়েছে, এই দুটি আলাদা ঘটনা।

মালাডের গ্যালাক্সি রিজেন্ট ভবনের ১৪ তলা থেকে ২৮ বছর বয়সী দিশা সালিয়ান পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি ২০২০ সালের ৮-৯ জুন মধ্যবর্তী রাতের। তখন বলা হচ্ছিল দিশার মৃত্যু দুর্ঘটনা নয়, খুন। যদিও দিশা আত্মহত্যা করেছে বলে তদন্ত করে মামলাটি বন্ধ করে দেয় পুলিশ। দিশার মৃত্যুর পাঁচ দিন পর ১৪ জুন চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত বান্দ্রার বাসভবনে মারা যান। মুম্বই পুলিশ সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্ত করে পরে তদন্তটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে এবং তাঁর ছেলে এবং বিধায়ক নীতেশ রানে অভিযোগ করেছিলেন যে এই দুটি মৃত্যুর সাথে জড়িত। এর পরিপ্রেক্ষিতে এ দুটি ঘটনা একে অপরের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন অনেকে। তাই দিশা সালিয়ান মৃত্যু মামলারও সিবিআই তদন্ত হওয়া উচিত।


You might also like!