Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Editorial

2 years ago

G-20 :জাপান কৌশল করেই জি-২০ সম্মেলন থেকে সরে দাঁড়ালো?

g20
g20

 

জাপান এবারে জি-২০ সম্মেলনে বিদেশ মন্ত্রীর বৈঠকে যোগদান করেনি| জাপান সরকার বলেছে তাদের বাজেট সেসন চলছে| তার ফলে জাপানের বিদেশ মন্ত্রী ভারতে উপস্থিত হয়ে জি-২০ সম্মেলনে যোগদান করতে পারবে না| তবে কোনও উচ্চ পদস্থ  সচিব কাউকে জাপান পাঠায়নি| মনে হয় জাপান সরকার পরিস্কার করে ৱুঝতে পেরে গিয়েছিল জি-২০ বিদেশ মন্ত্রীদের সম্মেলনে থেকে কোনও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা একেবারে অসম্ভব হবে| কারণ পশ্চিমী দেশগুলি যখন ইউক্রেন এবং রুশ যুদ্ধে সামিল| তার ফলে জি-২০ সম্মেলন থেকে শান্তির বার্তা দেওয়া একেবারে অসম্ভব| সেই কারণে  জাপান এবারে বিদেশ মন্ত্রীর সম্মেলন থেকে নিজেদের সরিয়ে রাখলো? তার উত্তর পাওয়া সম্ভব হচ্ছে না| তবে আগামি দিনে রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকে জাপান উপস্থিত থাকে  কিনা সেটাই দেখাৰ বলে মনে করতে শুরু করে দিয়েছেন কূটনীতিকগণ| জি-২০ সম্মেলনে এবারে যৌথ বিবৃতি প্রকাশ করা গেল না| সম্মেলনের নিয়মরক্ষার্থে একটি নথি প্রকাশ করা হলো মাত্র| তাতে সব কটির দেশের সিলমোহর লাগালো ভারত| তবে এর মূল্য কতখানি তা আগামি ভবিষ্যত বলতে পারবে বলে জানতে পারা গিয়েছে| আয়োজক দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব দেশগুলির উন্ননেয়র বার্তা তুলে ধরতে কম চেষ্টা করেননি| তিনি নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছিলেন| কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাকে সফল হতে দিল না| তার ফলে রাশিয়া আমেরিকার সংঘাত প্রকাশ্যে এসে উপস্থিত হলো জি-২০ সম্মেলনে| বৈঠকে শেষে রেওয়াজ অনুসারে এক সঙ্গে ছবি তোলার ব্যাপারে আপত্তি দেখা দিতে শুরু করে| তার ফলে সবার একসঙ্গে ছবি তোলা সম্ভব হয়নি| সম্মেলনের শেষে সব বিদেশমন্ত্রীরা দাঁড়িয়ে এক সঙ্গে ছবি তোলা একটি প্রচলিত রেওয়াজচিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে ছবি তোলার প্রশ্নে আমেরিকার বিদেশ সচিব ব্লিঙ্কেন এড়িয়ে গিয়েছেন| তিনি আবার রাশিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেননি| তার ফলে বিদেশ মন্ত্রীদের যে সম্মেলন শুরু হয়েছিল দিল্লিতে দেখতে পাওয়া গেল একেবারে শূন্যতে পরিণত হয়েছে| এর থেকে কোনও ফললাভ করা যায়নি| তবে সেটার  আগাম অনুভব করতে পেরেছিল জাপান সরকার? দিলিতে বিদেশ মন্ত্রীদের সম্মেলনে জাপান বিদেশ মন্ত্রী পাঠাতে নারাজ ছিল| বাজেটের কারণ দেখিয়ে সম্মেলনকে কি এগিয়ে গেল  জাপান? তার ফলে তারা বিদেশ মন্ত্রীকে সম্ভবত এই সম্মেলনে পাঠাতে ইচ্ছা প্রকাশ করেনি| দেশে বাজেটের অজুহাত দেখিয়ে জাপানের বিদেশ মন্ত্রী দিল্লি আসাটা একেবারে বন্ধ করে দিয়েছিল জাপান সরকার| জাপান সরকার অযথা সময় নষ্ট করতে চায় না| তারা সব সময়ে সময়ের মূল্য দিতে চায়| জাপান সেটাই বরাবর করতে ইচ্ছা প্রকাশ করে| সেখানে গিয়ে কোনও লাভ হবে না সেখানে উপস্থিত হয়ে সময়ের অপচয় করে না| তারা সময়ের দামকে টাকার চেয়ে বেশি করে গুরুত্ব দিয়ে থাকে জাপান| সময়কে মূল্যবান বলে মনে করে| শ্রমকে মূল্যবান বলে গ্রহণ করে থাকে| তার ফলে জাপান উন্নয়নে বহু দূর প্রযন্ত এগিয়ে গিয়েছে| চিনের চেয়ে বেশি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করে দিয়েছে| জাপান এখন সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার চেষ্টা করছেজাপানের পাশে যদি চিন শক্তিশালী সামরিক দিক দিয়ে হওয়ার চেষ্ট করে তাহলে জাপান চুপ করে বসে থাকতে পারে না সেটা স্পষ্ট করে দিয়েছে জাপান সরকার| এদিকে জাপানে সঙ্গে ভারতের বিসাল আর্থিক বিনিয়োগের যোগসূত্র রচনা হয়েছে| ভারতের কৃষিতে জাপান কয়েক কোটি ডলার বিনিয়োগ করে রেখেছে| ভারত এখন জাপানের ওপরে নির্ভরশীল কৃষিˆ পণ্যে| জাপান ছাড়া ভারত এক পাও অগ্রসর হতে পারবে না| ভারত জাপান কৃষি ক্ষেত্রে বিশাল লেনদেন করে থাকে| তথ্য প্রযুক্তি দিক দিয়ে জাপানের ওপরে ভারত নির্ভরশীল বলা যেতে পারে| জাপানই এখন ভারতের সবচেয়ে অকৃত্রিম রাষ্ট্র বলা সম্ভব যা বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রকাশ করে থাকেন|

 

You might also like!