দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'রামন এফেক্ট' আবিষ্কারের সম্মানে আজ, মঙ্গলবার আমাদের 'জাতীয় বিজ্ঞান দিবস'। ফি বছর এই ২৮ ফেব্রুয়ারি দিনটি 'জাতীয় বিজ্ঞান দিবস' পালিত হয়ে থাকে। প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর 'রামন এফেক্ট'-এর আবিষ্কারের সম্মানে উৎসর্গীকৃত এই দিনটি।
১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি সি. ভি. রামন 'রামন এফেক্ট' আবিষ্কার করেন। যা ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করে।
মনে প্রশ্ন আসতেই পারে 'রামন এফেক্ট' আসলে কী?
'রামন এফেক্ট' হল, যখন রঙিন আলোর কোন রশ্মি তরলে প্রবেশ করে, তখন সেই তরল দ্বারা বিচ্ছুরিত আলোর একটি ভগ্নাংশ ভিন্ন রঙের হয়। রমন দেখিয়েছিলেন, বর্তমান নমুনার ধরণের উপর নির্ভরশীল এই বিক্ষিপ্ত আলোর প্রকৃতি।
১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ ভারত সরকারের কাছে ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে। ভারত সরকার এই আবেদনের অনুমোদন দিলে ২৮ ফেব্রুয়ারিকে 'জাতীয় বিজ্ঞান দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
১৯৮৭ সালে এই দিনটি প্রথম পালিত হয়। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করাই এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য। প্রত্যেক বছরই এই দিনটির একটি বিশেষ থিম থাকে। এবারের থিম হল 'গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং'।