নয়াদিল্লি, ২৫ আগস্ট : দেশের যুবসমাজকে ফের একবার রাজনীতিতে আসার আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান "মন কি বাত"- এ বলেন, রাজনীতিতে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। জানান, এই বছর তিনি লালকেল্লা থেকে রাজনীতিতে আসার আহবান জানিয়েছিলেন এমন যুবকদের, যারা রাজনীতিতে যুক্ত হয়নি এখনও। এতে বিপুল সাড়া মিলেছে বলে জানান তিনি। তিনি এও বলেন, এটা থেকেই বোঝা যায়, আমাদের দেশের যুবসমাজ রাজনীতিতে আসার জন্য প্রস্তুত। তাদের শুধু সঠিক সুযোগ দেওয়া এবং সঠিক দিশা দেখাতে হবে।