Country

2 weeks ago

Yogi Adityanath: উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিরোধীদের তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের

Yogi Adityanath's intense attack by the opposition in Uttarakhand's Haldwani
Yogi Adityanath's intense attack by the opposition in Uttarakhand's Haldwani

 

দেহরাদূন, ১৩ এপ্রিল: উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিরোধীদের কড়া আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শনিবার নির্বাচনী প্রচারের উদ্দেশে উত্তরাখণ্ডের হলদওয়ানি একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেন, কংগ্রেস দেশের সমস্যার নাম যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমস্যা সমাধানে বিশ্বাস করে। দেশে সন্ত্রাস, নকশালবাদ, জাতপাত, দুর্নীতি ইত্যাদি সব সমস্যাই কংগ্রেসের দেওয়া দান। তিনি আরও বলেন, আজ অযোধ্যায় বিশাল রাম মন্দির নির্মাণ সফল হয়েছে, মনে হচ্ছে অযোধ্যায় ত্রেতাযুগ এসেছে।

শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হলদওয়ানির এমবি ইন্টার কলেজে নৈনিতাল-উধম সিং নগর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অজয় ​​ভাটের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী এদিন আরও বলেন, ভারতীয় জনতা পার্টি সমস্যা নয় সমাধানে বিশ্বাস করে। জামরানি ড্যাম সহ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড উভয় রাজ্যের সমস্যা এক ঝটিকায় সমাধান হয়েছে ধামীজির সঙ্গে বসে। তিনি বলেন, দেশের সমস্যার নাম কংগ্রেস। এই দল সারাজীবন সমস্যা দিয়েছে, তা হল সন্ত্রাসবাদ, নকশালবাদ, জাতপাত, দুর্নীতি, বিচ্ছিন্নতা। তিনি আরও বলেন যে পরিবর্তনশীল ভারত বিশ্ব মঞ্চে ১৪০ কোটি দেশবাসীকে সম্মানিত করছে।


You might also like!