নয়াদিল্লি, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক অভিধম্ম দিবস উদযাপন এবং পালিকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বৌদ্ধ ভিক্ষুদের অভিবাদনও জানান। পরে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "অভিধম্ম দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র সহানুভূতি এবং সদিচ্ছার মাধ্যমেই আমরা বিশ্বকে আরও সুন্দর করে তুলতে পারি। এর আগে ২০২১ সালে কুশিনগরে অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এটি আমার সৌভাগ্য যে আমি সেখানেও অংশ নিতে পেরেছিলাম।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা প্রদান পালি ভাষার জন্য একটি সম্মান এবং ভগবান বুদ্ধের মহান উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা!" প্রধানমন্ত্রীর কথায়, "এই বছর অভিধম্ম দিবস উদযাপনের সঙ্গে একটি ঐতিহাসিক অর্জনও জড়িত। ভগবান বুদ্ধের অভিধম্ম, তাঁর বাণী এবং তাঁর শিক্ষা যে পালি ভাষায় উত্তরাধিকার সূত্রে পেয়েছে বিশ্ব, চলতি মাসেই সেই পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার।" প্রধানমন্ত্রী বলেছেন, পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া, পালি ভাষার এই সম্মান বুদ্ধের মহান উত্তরাধিকারের সম্মান।