নয়াদিল্লি, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, মহিলারা আমাদের সমাজের মেরুদণ্ড। শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের কথা তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি লেখেন, "মহিলারা আমাদের সমাজের মেরুদণ্ড। তাঁদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং কণ্ঠস্বর আমাদের দেশের ভবিষ্যৎ গঠন করে।" রাহুল আরও জানান, তিনি সর্বদা মহিলাদের পাশে আছেন। রাহুল টুইটে লিখেছেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি আপনাদের পাশে আছি - যতক্ষণ না পর্যন্ত প্রতিটি নারী নিজের ভাগ্য গঠন, স্বপ্ন পূরণ ও উচ্চতায় পৌঁছতে না পারেন।