কলকাতা, ৭ ডিসেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবারও ফিরেছে শীতের আমেজ। তবে, জাঁকিয়ে শীতে এখনও উধাও। কলকাতা ও লাগোয়া জেলাগুলির তুলনায় শীতের আমেজ বেশি পশ্চিমের জেলাগুলিতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
পারদ নামতে নামতেই বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে দার্জিলিঙের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণের বাকি অংশে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে সকালের দিকে প্রতিটি জেলাতেই কুয়াশার কারণে সমস্যা হতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমে পরে আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।