Country

6 months ago

PM Modi 3.0 Cabinet list : এনডিএ সরকারের তৃতীয় দফায় কার দায়িত্বে কোন মন্ত্রক ? দেখুন এক নজরে

Narendra Modi and his cabinet members during the swearing-in ceremony at Rashtrapati Bhavan
Narendra Modi and his cabinet members during the swearing-in ceremony at Rashtrapati Bhavan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তৃতীয়বার দিল্লির মসনদ দখলে সফল হয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ৷প্রধানমন্ত্রীর হাতে থাকছে কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রক। পাশাপাশি, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রকও থাকছে মোদীর হাতে। তাঁর সঙ্গে শপথগ্রহণ করেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রীও ৷ সেই থেকে শুরু হয় জল্পনা ৷ কাকে কোন মন্ত্রীত্ব দেবেন মোদি? নিজের কাছেই বা কোন কোন মন্ত্রকের দায়িত্ব নিজের কাছে রাখবেন তিনি ? দেশের রাজনৈতিক মহলে ঘুরতে থাকে সেই প্রশ্ন ৷ অবশেষে মিলল সেই প্রশ্নেরই উত্তর ৷

কাকে, কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল? দেখুন একনজরে...

১.রাজনাথ সিং: প্রতিরক্ষা মন্ত্রক

২.অমিত শাহ: স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রক

৩.নীতিন জয়রাম গড়করি: সড়ক ও পরিবহণ মন্ত্রক

৪.জগৎপ্রকাশ নাড্ডা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জৈবসার ও রাসায়নিক মন্ত্রক

৫.শিবরাজ সিং চৌহান: কৃষি ও কৃষি কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রক

৬.নির্মলা সীতারমন: অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রক

৭.এস জয়শঙ্কর: বিদেশ মন্ত্রক

৮.মনোহরলাল খট্টর: বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রক

৯.এইচ ডি কুমারস্বামী: ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক

১০.পীযূষ গোয়েল: বাণিজ্য ও শিল্প মন্ত্রক

১১.ধর্মেন্দ্র প্রধান: শিক্ষামন্ত্রক

১২.জিতন রাম মাঝি: ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রক

১৩.রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং: পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক

১৪.সর্বানন্দ সোনোয়াল: বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক

১৫.কিঞ্জারাপু রামমোহন নাইডু: অসামরিক বিমান মন্ত্রক

১৬.ডঃ বীরেন্দ্র কুমার: সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক

১৭.জুয়েল ওরাম: আদিবাসী বিষয়ক মন্ত্রক

১৮.প্রল্হাদ জোশী: ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক

১৯.গিরিরাজ সিং: বস্ত্র মন্ত্রক

২০.অশ্বিনী বৈষ্ণব: রেল, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক

২১.জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: যোগাযোগ এবং উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক

২২.ভূপেন্দ্র যাদব: পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক

২৩.গজেন্দ্র সিং শেখাওয়াত: সংস্কৃতি এবং পর্যটক মন্ত্রক

২৪.অন্নপূর্ণা দেবী: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক

২৫.কিরেণ রিজিজু: সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু মন্ত্রক

২৬.হরদীপ সিং পুরী: পেট্রোলিয়ম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক

২৭.ড: মনসুখ মাণ্ডবীয়া: শ্রম ও কর্মসংস্থান এবং ক্রীড়া মন্ত্রক

২৮.জি কিশান রেড্ডি: কয়লা ও খনি মন্ত্রক

২৯.চিরাগ পাসওয়ান: খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক

৩০.সিআর পাটিল: জলশক্তি মন্ত্রক


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

০১. রাও ইন্দ্রজিৎ সিংহ:পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক,সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)তিনি

০২. জিতেন্দ্র সিংহ : বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।

০৩. অর্জুনরাম মেঘাওয়াল:আইন এবং ন্যায় মন্ত্রকের (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী হয়েছেন।সংসদীয় বিষয়ক মন্ত্রকেরও প্রতিমন্ত্রী তিনি।

০৪. জয়ন্ত চৌধুরী:কর্মদক্ষতা এবং উদ্যোগ মন্ত্রক(স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।

০৫. প্রতাপরাও গণপত রাও যাধব :আয়ুষ মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী। তিনি শিবসেনার সাংসদ।


প্রতি মন্ত্রী

০১. জিতিন প্রসাদ

০২. শ্রীপদ নায়েক

০৩. পঙ্কজ চৌধুরী

০৪. কিষাণপাল সিং গুর্জর

০৫. জর্জ কুরিয়েন

০৬. পবিত্রা মার্গারেটা

০৭. রামনাথ ঠাকুর

০৮. নিত্যানন্দ রাই

০৯. অনুপ্রিয়া পটেল

১০. ডি সোমান্না

১১. চন্দ্রশেখের পেম্মাসানি

১২. এস পি সিং বাঘেল

১৩. শোভা করন্দালজে

১৪. কীর্তি বর্ধন সিংহ

১৫. বি এল শর্মা

১৬. শান্তনু ঠাকুর :বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী

১৭. সুরেশ গোপী

১৮. এল মুরুগান

১৯. অজয় টামটা

২০. বান্দি সঞ্জয় কুমার

২১. ভাগীরথ চৌধুরী

২২. সতীশ চন্দ্র দুবে

২৩. কমলেশ পাসোয়ান

২৪. সঞ্জয় শেঠ

২৫. সুকান্ত মজুমদার : শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ।

২৬. রভনীত সিং বিটু

২৭. রামদাস আটওয়ালে

২৮. দুর্গাদাস সুইকে

২৯. রক্ষা খাডসে

৩০. সাবিত্রী ঠাকুর

৩১. তোখন সাহু

৩২. রাজভূষণ চৌধুরী

৩০. শ্রীপতি বর্মা

৩৪. হর্ষ মালহোত্রা

৩৫. নমুবেন বোমবানিয়া

৩৬. মুরলীধর মোহাল

You might also like!