Country

1 day ago

Siddaramaiah on covid situation: কর্ণাটকে মাস্ক পরা বাধ্যতামূলক নয়,সিদ্দারামাইয়া

Karnataka CM Siddaramaiah
Karnataka CM Siddaramaiah

 

বেঙ্গালুরু, ২৭ মে : দেশের বিভিন্ন রাজ্যে ফের বাড়ছে করোনার আতঙ্ক! তবে, বিশেষজ্ঞরা বলছেন, চিন্তার কোনও কারণ নেই। এমতাবস্থায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, কর্ণাটকে এই মুহূর্তে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকার এখনও কোনও নতুন নির্দেশিকা জারি করেনি। কোভিড-১৯ পর্যালোচনা বৈঠক সম্পর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "বর্তমানে প্রায় ৬০টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।গতকাল, আমি স্বাস্থ্য বিভাগ, চিকিৎসা শিক্ষা বিভাগ এবং টাস্ক ফোর্স আধিকারিকদের সঙ্গে দেখা করেছি।"

সিদ্দারামাইয়া আরও বলেছেন, "আমাদের সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, সমস্ত হাসপাতালের ওয়ার্ড প্রস্তুত রাখা হচ্ছে। যদিও এটি কোনও গুরুতর রূপ নয়, তবুও আমাদের পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিদ্যমান অসুস্থতা এবং বয়স্কদের মাস্ক পরা উচিত।"

You might also like!