Country

1 year ago

Voting for the Vice Presidential election : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মোদী-মনমোহন, দ্বিতীয় সাংবিধানিক পদাধিকারীর শপথ ১১ আগস্ট

Voting for the Vice Presidential election begins.
Voting for the Vice Presidential election begins.

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিংও। শনিবার সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল পাঁচটা অবধি। সংসদ ভবনে প্রথমেই ভোট দেন প্রধানমন্ত্রী, এদিন হুইল চেয়ারে এসে ভোট দিয়েছেন মনমোহন সিং। এছাড়াও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জিতেন্দ্র সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজীব চন্দ্রশেখর প্রমুখ। ভোট দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম, ডিএমকে সাংসদ দয়ানিধি মারন ও তিরুচি শিবা। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধীদের মনোনীত প্রার্থী মার্গারেট আলভার মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। রাজ্যসভা ও লোকসভায় শাসকদলের এখন যা শক্তি, তাতে পাটিগণিতের সহজ অঙ্কেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের জয় নিশ্চিত। তবুও, আলভাকে সমর্থনের কথা জানিয়েছে শিবসেনা, আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চার মতো বিভিন্ন দল। গোপন ব্যালটে হচ্ছে ভোটগ্রহণ পর্ব। ভোটগ্রহণ শেষে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে শনিবারই, সংসদ ভবনে। কে হতে চলেছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি তা জন্য যাবে শনিবারই। উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আগস্টের ৬ তারিখে ভোটগ্রহণ হচ্ছে। দেশের নতুন উপরাষ্ট্রপতি শপথ নেবেন আগামী ১১ আগস্ট।

You might also like!